শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ - ০৯:৪৭
উপহার ও উত্তরাধিকার সম্পত্তি বিক্রয় সংক্রান্ত খুমসের বিধান

উপহার ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রয়ের খুমস/খুমুস সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী।

হাওজা নিউজ এজেন্সি: উপহার ও উত্তরাধিকার সম্পত্তি বিক্রয়ের খুমুস সম্পর্কিত প্রশ্নের জবাব উল্লেখ করা হলো:

[] উপহার ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রয়ের খুমুস

প্রশ্ন: আমার বাবা আমাকে একটি জমি উপহার দিয়েছিলেন, যা আমি কিছুদিন পর বিক্রি করেছি। এই বিক্রয়লব্ধ অর্থের উপর কী খুমুস প্রযোজ্য? 

উত্তর:

- উপহার বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমির মূল মূল্যের উপর খুমুস প্রযোজ্য নয়। 

- তবে, জমির দাম যদি বেড়ে থাকে এবং সেটি বিনিয়োগ, দাম বৃদ্ধি  বা পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়ে থাকে, তাহলে মূল্যবৃদ্ধির অংশ (মুদ্রাস্ফীতির পরিমাণ বাদ দিয়ে) বিক্রয়ের বছরের আয় হিসেবে গণ্য হবে। 

- এই অর্থ যদি বছর শেষ হওয়া পর্যন্ত সংরক্ষিত থাকে (বছরান্তে অবশিষ্ট থাকলে), তাহলে তার উপর খুমুস দিতে হবে। 

- অন্যথায়, মূল্যবৃদ্ধির অংশের উপরও খুমুস ধার্য হবে না। 

বিঃদ্রঃ এখানে “বছর” বলতে খুমুসের বছর (হিজরি সন অনুযায়ী) বোঝানো হয়েছে, যা ব্যক্তির আয়-ব্যয়ের হিসাবের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha